সাকিবের ফসল ডটকমে যুক্ত ১১ হাজার কৃষক

প্রথম দিন মাত্র ৫ কেজি বেগুন আর ১৫ কেজি পটল—মোট ২০ কেজি সবজির চাহিদা (অর্ডার) এসেছিল ফসল ডটকম নামের কৃষিপণ্য বিক্রির ই–কমার্স ওয়েবসাইটটিতে। ২০২১ সালের জানুয়ারি মাসের কথা এটি। তিন বছরের ব্যবধানে বর্তমানে প্রতিদিন গড়ে এই ওয়েবসাইট থেকে বিক্রি হয় প্রায় ৮০ হাজার কেজি (৮০ টনের বেশি) সবজি।

সম্পূর্ণ লেখাটি পড়তে এখানে ক্লিক করুন

Scroll to Top