তিনি একই সঙ্গে সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞ, ডিজিটাল মার্কেটার ও একজন সফল উদ্যোক্তা। ‘ওয়ান ম্যান আর্মি’ হিসেবে জীবনের প্রতিমুহূর্তেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল হওয়া যায়, তার উদাহরণ কাজি মিনহার মহসিন উদ্দিন। তথ্যপ্রযুক্তির সঙ্গে থাকতে থাকতেই তিনি হয়ে উঠেছেন চামড়াজাত পণ্যের উদ্যোক্তা। সম্প্রতি রাজধানীর জিগাতলায় মিনহারের কারখানায় কথা হয় তাঁর সঙ্গে।