মোহাম্মদ জহিরুল ইসলাম: বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ কম্পিউটার সমিতিকে (বিসিএস) নেতৃত্ব দেওয়া নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। দেশের সামগ্রিক অর্থনীতি এখন অনেকটাই ভঙ্গুর। বিশেষ করে প্রযুক্তি ও কম্পিউটার ব্যবসা একধরনের স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বাজার সংকুচিত হচ্ছে অথচ খরচ বাড়ছে—যার অন্যতম কারণ ব্যাংক সুদের উচ্চ হার। একটি বড় প্রতিবন্ধকতা হলো চোরাচালান। কর আরোপ হওয়াতে অবৈধভাবে প্রযুক্তিপণ্য সহজেই বাজারে ঢুকবে, যা বৈধ ব্যবসায়ীদের জন্য প্রতিযোগিতাকে অসম করে তুলছে। পাশাপাশি কিছু পণ্যের ওপর অযৌক্তিক হারে উচ্চ শুল্ক আরোপ ব্যবসাকে আরও জটিল করে তুলেছে। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি ব্যবসায়ীরা নিরুৎসাহিত হচ্ছে বৈধ পথে ব্যবসা করতে।
