এইচএসসিতে ফেল করেও হাল ছাড়েননি সোহাগ, এখন ফ্রিল্যান্সিং করে আয় ৩ লাখ টাকা

নিম্নমধ্যবিত্ত এক পরিবারে মা–বাবার ষষ্ঠ সন্তান মো. সাইফুর রহমান। কাছের মানুষের কাছে সোহাগ। বেড়ে উঠেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বেশীনগর গ্রামে। বাবা সৌদিপ্রবাসী। গ্রামের ধুলোমাটি–কাদায় বড় হতে হতে সাইফুর উপলব্ধি করেছিলেন, অন্য সবার বাবার মতো তাঁর বাবা যখন–তখন এসে তাঁকে জড়িয়ে ধরে আদর করেন না। যদিও বড় চার বোন ও এক ভাইয়ের আদর–স্নেহে ঘাটতি হয়নি কোনো দিন। অনেক বড় সংসার হলেও তখন পর্যন্ত অভাব–অনটনে ভুগতে হয়নি তাঁদের। বেশ সুন্দরভাবেই চলছিল জীবন। সেই সুন্দর জীবনে প্রথম ধাক্কাটা আসে ২০১৭ সালে, যখন এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হলেন সোহাগ। সে সময়েই হঠাৎ প্রবাসী বাবা দেশে ফিরে এলেন। এসব ঘটনার ফলাফল হিসেবে সোহাগকে কুমিল্লার একটি তেল কারখানায় চাকরি নিতে হয়। খুব সামান্য বেতন। তবে সোহাগ চাইছিলেন নিজের মতো করে কিছু করতে।

সম্পূর্ণ লেখাটি পড়তে এখানে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top