এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠনগুলোর সংস্থা এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) পুরস্কার পেয়েছে বাংলাদেশের দুই প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৪-এ ইমার্জিং ডিজিটাল সল্যুশনস অ্যান্ড ইকোসিস্টেমস বিভাগে জেরোসিয়াম সফটওয়্যারের জন্য আইগ্রুট লিমিটেড এবং আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি বিভাগে রাইজআপ ল্যাব পুরস্কার পেয়েছে। অনুষ্ঠানে ১০টি বিভাগে মোট ৯৫টি পুরস্কার দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন অ্যাসোসিওর চেয়ারম্যান ব্রায়ান সিন।