জনপ্রিয় আন্তর্জাতিক লেনদেন সেবা পেপ্যাল আসবে? পেপ্যাল আসার ক্ষেত্রে কী সমস্যা? পেপ্যাল কি আসলে আসবে? কবে আসবে? এমন কথাবার্তা অনেক বছর ধরেই চলছে দেশের ফ্রিল্যান্সারদের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত পেপ্যাল আর বাংলাদেশে আসে না। তবে ৫ আগস্ট সরকার পতনের পর আবার আলোচনায় আসে পেপ্যাল। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি বাংলাদেশে পেপ্যাল আসবে। আর এই পেপ্যাল আসা নিয়ে এখনো যেন আলোচনা থামছেই না।
