এশিয়া-ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের মর্যাদাপূর্ণ সংগঠন অ্যাসোসিওর পুরস্কার পেয়েছে বাংলাদেশের দুটি সফটওয়্যার প্রতিষ্ঠান। আজ মঙ্গলবার তাইওয়ানের রাজধানী তাইপেতে অনুষ্ঠিত অ্যাসোসিও অ্যাওয়ার্ড সেরেমনি ও গালা ডিনারে এই পুরস্কার ঘোষণা করা হয়। এবারের আসরে ‘আউটস্ট্যান্ডিং ডিজিটাল ট্রান্সফরমেশন অর্গানাইজেশন’ বিভাগে পুরস্কার পেয়েছে প্রাইডসিস আইটি এবং ‘ট্যালেন্ট ডেভেলপমেন্ট’ বিভাগে পুরস্কৃত হয়েছে রাইজআপ ল্যাবস।
