মা মোহছেনা বেগম ও মেয়ে আফরোজা সিদ্দিকা (বসা)—দুজনই এখন আউটসোর্সিংয়ের কাজ করছেন। ছবি: প্রথম আলোমা বেশি পড়াশোনা করতে পারেননি বলেই চেয়েছিলেন মেয়ে প্রতিষ্ঠিত হোক। মেয়েও তা-ই চেয়েছিলেন। আর চেয়েছিলেন বলেই...
আমিনুল ইসলাম ও তাসমিয়া হাবিবার বিয়ের কথা তখন প্রায় পাকাপাকি। সেই সময়ই ঘটল দুর্ঘটনাটি। প্রাণে বাঁচলেও ডান হাত হারালেন তাসমিয়া। ওদিকে দুর্ঘটনার পর আমিনুলের পরিবার পিছিয়ে গেল বিয়ের সিদ্ধান্ত থেকে।...