জোবায়ের ইসলাম একজন পূর্ণকালীন কৃষক। জন্ম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষ্মীকোলা গ্রামে। পেছনে তাকালে দেখা যায়, ২০ বছরের ঢাকার জীবন এবং এর মধ্যে ১৪ বছরের পেশাজীবন ছেড়ে নিজের শিকড়ে ফেরার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন জোবায়ের। স্ত্রী ও তিন সন্তান নিয়ে গ্রামে ফিরে এসে শুরু করেন এক নতুন জীবন। তাঁর লক্ষ্য ছিল দেশের কৃষিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, পরিবারের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন করা এবং এক টেকসই কৃষিব্যবস্থার মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখা। তাঁর এই যাত্রার ফলাফলই হলো একটি উদ্ভাবনী কৃষি উদ্যোগ ‘সুখের খামার’।
