বর্তমানে ইন্টারনেটে ফ্রিল্যান্সার কাজ দেওয়া–নেওয়ার ওয়েবসাইট ফাইভআরে কাজ করছেন তানজিম। তাঁর কাজের ক্ষেত্র ডিজিটাল বিপণন। আরও নির্দিষ্ট করে বললে ফেসবুক ও গুগলের বিজ্ঞাপন নিয়ে তিনি কাজ করেন। প্রতি মাসে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ডলার আয় করেন। এর বাইরে মানিকগঞ্জে বসে যুক্তরাষ্ট্র ও কানাডার দুটো কোম্পানির জন্যও কাজ করেন তিনি। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তানজিম বলেন, ‘একটা দল গঠন করতে চাই। সেই দল থেকে অন্তত দশজন যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে এবং পরিবারের দায়িত্ব নিতে পারে।’