বারবার ব্যর্থ হয়ে এখন ফ্রিল্যান্সার আমজাদ হোসেনের মাসিক আয় দুই লাখ টাকা

ময়মনসিংহের ছেলে কাজী আমজাদ হোসেন। বাবা সাবেক সেনা কর্মকর্তা কাজী আবদুল গনী। ২০১১ সালে অগ্রজপ্রতিম স্থানীয় একজনের কাছে ডিজিটাল বিপণনের প্রাথমিক কিছু বিষয় শিখেছিলেন। আজ তাঁর নিজের গড়া প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা দেড় হাজারের বেশি। তাঁদের অধিকাংশকেই তিনি প্রশিক্ষণ দিয়েছেন বিনা মূল্যে। নিজে মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবে আউটসোর্সিংয়ের কাজ করেন। পাশাপাশি ঢাকার আজিমপুরের তরুণদের ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করে তোলার চেষ্টা করেন। আমজাদের মাসিক আয় এখন দুই লাখ টাকা।

সম্পূর্ণ লেখাটি পড়তে এখানে ক্লিক করুন

Scroll to Top