শূন্য থেকে আকাশ ছোঁয়ার পথে

আট বছর বয়সে মাকে হারিয়ে বোনদের কাছে বেড়ে উঠতে থাকেন কাওসার আহমেদ। যশোরের বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন বরিশাল মেডিকেল কলেজে। বাড়ি থেকেও চাপ ছিল। কিন্তু কাওসারের স্বপ্ন ছিল অন্য রকম। একপর্যায়ে বাড়ি ছাড়েন তিনি।

২০০৬ সালে যশোর থেকে ঢাকায় চলে আসেন। পকেটে টাকা ছিল না, ছিল না থাকার জায়গাও। এত সব সংশয় আর দ্বিধা নিয়ে সেই থেকে শুরু হয় কাওসারের অনিশ্চিত যাত্রা। সেই অনিশ্চয়তা তো কেটেছেই, বরং অন্য অনেকের অনিশ্চিত জীবনে নিশ্চয়তা এনে দিচ্ছে কাওসারের নিজের প্রতিষ্ঠান দ্য কাও কোম্পানি।

সম্পূর্ণ লেখাটি পড়তে এখানে ক্লিক করুন

Scroll to Top