ব্যর্থতা, অপমান, আর বেদনার আগুনে পুড়ে খাঁটি সোনায় পরিণত হওয়ার গল্প এটি। যশোর জেলার এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রাখা, বিসিএসের সাক্ষাৎকারে দু’বার স্বপ্নভঙ্গের শিকার হওয়া এবং শেষ পর্যন্ত একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা—মেহেদী হাসানের জীবন যেন এক জীবন্ত অনুপ্রেরণা। তাঁর গল্প বলে ইচ্ছাশক্তি আর অধ্যবসায় থাকলে যেকোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব। ২৪ আগস্ট যশোর শহরে কথা হয় মেহেদী হাসানের সঙ্গে।
