তরিকুল–শাহজাবিন দম্পতির জুতার উদ্যোগ, বার্ষিক লেনদেন ৮ কোটি টাকা

স্ত্রী শাহজাবিন হকের জমানো ৯০ হাজার টাকা দিয়ে দুজন মিলে ই–কমার্স ব্যবসা শুরু করেছিলেন তরিকুল ইসলাম। দুজনই চাকরি ছেড়ে শুরু করেন জুতার ব্যবসা, নাম জুকো। অনলাইনের পাশাপাশি এখন দুটি শাখাও আছে। এখন ৯০ কর্মী কাজ করেন তরিকুল–শাহজাবিন দম্পতির উদ্যোগে। জুকোর বার্ষিক লেনদেন (টার্নওভার) এখন প্রায় আট কোটি টাকা।

সম্পূর্ণ লেখাটি পড়তে এখানে ক্লিক করুন

Scroll to Top