একটা সময় ছিল, যখন খবরের কাগজে বিজ্ঞাপন ছাপা হতো ‘উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রা’। কিন্তু ২০২৪ সালের জুলাই মাস দেখাল এক নতুন বিজ্ঞাপন—‘উচ্চগতির ইন্টারনেট পেতে বিদেশযাত্রা’। এটি কোনো রসিকতা নয়, এটি ছিল বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির হৃৎপিণ্ডে আঘাত হানা এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। জুলাই মাসের মাঝামাঝি সময়ে দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে যে গভীর সংকট তৈরি হয়েছিল, এটি তারই একটি খণ্ডচিত্র।
