অনলাইনে সাম্মি ও জাহেরার ফ্যাশন উদ্যোগ, এখন মাসে বিক্রি প্রায় ১০ লাখ টাকা

অনেকের মতো সাম্মি ইসলাম নীলার আগ্রহ নতুন নকশার পোশাকের প্রতি। কিন্তু বাজারে বেশির ভাগই গতানুগতিক ডিজাইনের ওড়না, কুর্তি, শার্ট ও স্কার্ট। নতুন ও একটু ভিন্ন নকশার কিছু করার চেষ্টা সব সময়ই ছিল নীলার। ছোটবেলা থেকে মায়ের শাড়ি কেটে কেটে নকশা করা, নিজের পোশাকে সুই–সুতা বা রংতুলি দিয়ে নতুন কিছু করার চেষ্টা ছিল। বড় হয়ে সেদিকেই হাঁটেন তিনি।

সম্পূর্ণ লেখাটি পড়তে এখানে ক্লিক করুন

Scroll to Top