শুধু এক আঙুল নাড়াতে পারেন, সেই যোবায়ের এখন সফল ফ্রিল্যান্সার

২৪ বছর বয়সী মো. যোবায়ের হোসেনকে দেখলে যে কারোর বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের শারীরিক অবস্থার কথা মনে পড়বে। হুইলচেয়ারে যেন এক জড় অবয়ব। চলনশক্তি নেই বললেই চলে—শুধু ডান হাতের বৃদ্ধাঙ্গুল সামান্য নাড়াতে পারেন। এই বৃদ্ধাঙ্গুল দিয়ে তিনি কম্পিউটারে মাউস নাড়ান। মস্তিষ্ক যেহেতু সচল, তাই মাউস দিয়ে সৃজনশীল কাজে মগ্ন থাকেন শারীরিক প্রতিবন্ধী যোবায়ের।

সম্পূর্ণ লেখাটি পড়তে এখানে ক্লিক করুন

Scroll to Top