২০১৯ সালের কথা! স্বামীর সঙ্গে ঢাকায় আসেন পপি। বেশ কটা সরকারি চাকরির পরীক্ষা দেন। কিন্তু ফলাফল শূন্য। আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকে। কষ্টার্জিত শিক্ষাসনদগুলোকে ঠুনকো মনে হয়। একটি স্কুলে শিক্ষকতা শুরু করেন। সে সময় ঝোঁকেন অনলাইন ফ্রিল্যান্সিংয়ের দিকে। প্রশিক্ষণ নেন, একসময় টুকটাক কাজও শুরু করেন; কিন্তু শুরুতেই স্বামীর পুরোনো কম্পিউটারটি বিগড়ে বসে।