প্রাকৃতিক রং (ভেজিটেবলস ডাই) ও দেশি পোশাক নিয়ে কাজ করেন তিনি। গড়ে তুলেছেন একটি ফ্যাশন উদ্যোগ। সেখানকার কাপড়চোপড় দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও যাচ্ছে। রং, কাপড়, ব্লকপ্রিন্ট, বাটিকের কাজ নিয়ে তাঁর যে সংগ্রাম, তা যেন অনবদ্য এক গল্প। দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিনি। ভুগছেন ক্যানসারে। নিয়মিত কেমো নিতে হয়। রোগশোক-জরা, এত প্রতিকূলতাও দমাতে পারেনি তাঁকে।